পুরো বোতলটাই শেষ

মাতাল কৌতুক October 11, 20173,494
পুরো বোতলটাই শেষ

এক মাতাল মদ খেয়ে পুরো বেহুঁশ হয়ে রাস্তায় পড়ে গেল। পাশ দিয়ে এক ভালো লোক যাচ্ছিল। সে তার কাছে এসে বললো-


লোক : একটু-আধটু পান কর ঠিক আছে। কিন্তু পুরো বোতলটা দেখছি খালি করে ফেলেছ। এটা তো ঠিক নয়।


মাতাল : স্যার, আমি খুব অসহায়, আমার এছাড়া কোন রাস্তাও ছিলো না।


লোক : সে আবার কী? এমন কি হলো যে, তোমাকে পুরো বোতলটাই শেষ করে ফেলতে হবে?


মাতাল : স্যার, আসলে বোতলের ঢাকনাটাই যে হারিয়ে ফেলেছিলাম। কোথাও খুঁজে পেলাম না।